WBCS-এ সাফল্য পেতে শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে নেবেন

 

WBCS- সাফল্য পেতে শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে নেবেন



WBCS সহ অন্যান্য সরকারি চাকরিতে সাফল্য পেতে এটি বিষয়ে নিজেকে তৈরি রাখতেই হবে Be Positive, Be Productive, De Professional জীবনে প্রতিটি আপ্রোচটা ভীষণ চাপূর্ণ

হবে, চাকরি পেতেই পরীক্ষা দিতে এসেছি চাকরিটা পেতেই হবে'- এই মানসিকতা নিয়ে পড়াশোনা যারা করছে তারা চাকরি পাবেই মানসিক জোন, অধ্যাবসায়, স্বপ্নকে সার্থক করা, পরিবারে সকলের মুখে হাসি ফোটাতে হবে আর সামাজিক অর্থনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে নভেম্বর WBCS Preliminary Exam হতে চলেছে সাফল্য পেতে পর্যায়ক্রমে কয়েকটা বাপে আলোচনা করা হল

যেমন:

·        Status Lesson Plan

·        Utilization of time,

·        Cut off marks plan and procedure,

·        Exam Hall Planning,

·        Day wise Study Plan,

·        Time Management, .

·        Reference Book,

·        Future Plan

·        Motivation.

 Syllabus (সিলেবাস) প্রিলিমিনারি পরীক্ষায় ৮টি বিষয়ের প্রত্যেকটিতে ২৫ নম্বর করে থাকে বিষয়গুলি হল ইংরিজি, সাধ মানসিক দক্ষতা, ভারতের ইতিহাস, ভারতের ভূগোল, অর্থনীতি, বিজ্ঞান, প্রথাগত সাধারণ জ্ঞান সাম্প্রতিক ঘটনাবলি

 মোট ২০০টি প্রশ্ন থাকে

 সময় থাকে ঘণ্টা ৩০ মিনিট

প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নম্বর কাটা হয়ে থাকে

Lesson Plan

পরীক্ষায় থেকে ১০ বছরে পরীক্ষাগুলি খুব ভালো করে তৈরি করতে হবে প্রত্যেকটা বিষয়ের ওপর ২৫টা করে প্রশ্ন থাকে প্রশ্নের ১০ একটা আয়নায় তৈরি করে রাখতে হবে যেমন-

ইংরিজিতে 150টি

ভারতের ইতিহাসে 300টি প্রশ্নের

জেনারেল মেন্টাল এবিলিটিতে 500টি প্রশ্নের

 এইভাবে বাকি বিষয়গুলিও তৈরি করতে হবে

 তাই, ৮টি বিষয়ের ওপর মোট ২০০০টি টক তৈরি করতে হবে

এভাবে নিলে তিনি এক্সাম কোয়ালিফাই করা অনেক সহজ হতে পারে

Utilization of Time মোটামুটি হাতে আছে আর ৮০ দিন মোট বিষয় ৮টি তাহলে করা যেতে পারে একটা বিষয়ের জন্য সময় পাবে ১০ দিন একটা রুটিন তৈরি করে নিতে হবে এমনভাবে এটি পরিকল্প করতে হবে যাতে দিনের মধ্যে একটা বিষয়ের ওপর বিভিশন করা যায় সঠিক প্রশ্ন বেছে পড়তে পারলে তবেই এগিয়ে যেতে পারবে কোয়ালিফাই করবে GSCE-তে প্রত্যেক ছাত্রীকে ইন্ডিভিজুয়েল কোডার করা হয় তাদের নতুন পরিবর্তিত শিক্ষণ পদ্ধতির মাধ্যমে Short-cut Technique Time Management শেখানো হয় Competitive Exam The Application of Shortcut Technique Time

Management Exam Oriented Proper Guidance SUCCESS- এই পদ্ধতি মানতে হবে 8. Cut off Marks Plan and Procedures: Preliminary Exams negative marks  ৩টে ভুল উত্তর দিলে নম্বর একটা কেটে নেওয়া হয় তাই খুব সচেতনভাবে প্রশ্নের উত্তর করতে হয় যার skip করে নিজের লক্ষ্যে পৌঁছানোটা একটা Art ২০২২ সালের ১০ আগস্ট Preliminary শুধিসিদের Cut off marks 100.0 এসএসটিদের ১০৪.৩৭ ছিল পর বছরগুলির ট্রেন্ড বলছে Cut off marks বাড়ছে ছাত্রীদের কম্পিটিশন কেন করার জন্য অধ্যবসায় মেনে প্রতি নিতেই হবে

Exam Hall Planning যখন পরীক্ষা দিতে ঢুকছে, এই প্রতিজ্ঞা করে ঢুকবে যে আমি চাকরি পেতে এসেছি, শুধু পরীক্ষা দিতে আসিনি জীবনে মাধ্যমিক, উচ্চমাধারিক, প্রায়েশন বা মাস্টার ডিগ্রি করেছি সেগুি যদি সহজে উত্তীর্ণ হতে পারা যায় তাহলে WBCS পরীক্ষাতেও সহজে উত্তীর্ণ হওয়া সম্ভব ছন্দ মেনে পড়াশোনা করলেই হবে -২৫ নম্বরের সব প্রশ্ন ইংরিজি, তারপর ২৬ থেকে ২০০ নম্বরের সব প্রশ্ন বিষয়ভিত্তিক মিলেমিশে থাকে তাই প্রথম থেকেই যেসব প্রশ্ন একচাশেই সঠিক উত্তর করতে পারবে সেটা করে নেবে তারপর যেগুলি remaining থাকবে সেগুলি থেকে Priority basis possibility of correctness দেখে উত্তর মার্ক করা উচিত Negative Marks রয়েছে এটা মাথায় রাখতে হবে

Daywise Study Plan মোট ৮০ দিনে ২০০০টি প্রশ্ন-উত্তর সাজেক্টিভভাবে তৈরি রাখতে হবে তার মানে দিনে ২৫টি এমন প্রশ্ন-উত্তর করে রাখবে যাতে তার থেকে ২টো বা ৩টে প্রশ্ন-উত্তর যেন কমনযোগ্য হতে পারে এটাই এখন আমাদের কাজ জীবনে প্রতিষ্ঠা পেতে এটা বিশেষ প্রয়োজন জর্জ টেলিগ্রাফের GSCE সবসময় স্টুডেন্টদের স্বার্থ দেখে এটাই করে থাকে

Time Management এখন ছাত্রছাত্রীদের সময়ের সঙ্গে প্ল্যান করে চলতে হবে অনেক ছাত্রছাত্রী জানতে চার Sir, কতক্ষণ পড়ব আমরা বলব Productive Lesson দরকার Prelim Quality করলে মোটামুটি Group A, B, C, D Prelims, Main, Interview সব মিলিয়ে পুরো পদ্ধতি শেষ হয়ে Appointment Letter হাতে পেতে ২০২৪-২৫ লাগবে একটা কথা মনে রাখতে হবে, সফল না হওয়া পর্যন্ত বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন সবার কাছে তুমি চাকরিপ্রার্থী, আর যেদিন সফল হবে সেদিনই | অভিনন্দনের বার্তা তোমাকে পূর্ণ করবে

Reference Book: প্রত্যেকটি বিষয়ের ওপর গুরুত্ব সহকারে পড়াশোনা করতে হবে বিষয়ের গভীরতা আবার সিলেক্টিভ ভাবে নির্বাচন করে এগিয়ে যেতে হবে

ইংরিজির জন্য-

(i)                অবজেক্টিভ জেনারেল ইলিশ (এস. পি. বঙ্গী),

(ii)              আমার বুরু (পি. কে. সে পরকার)

ইতিহাসের জন্য-

 ইন্ডিয়াস হিস্ট্রি (কৃষ্ণা রেডি),

 স্বদেশ, সভ্যতা বিশ্ব (জীবন মুখোপাধ্যায়)

ভূগোলের জন্য

 ইন্ডিয়ান জিওগ্রাফি (মানি হোসেন),

 ভারত পশ্চিমবঙ্গের ভূগোল (কার্তিক চন্দ্র মণ্ডল)

 সংবিধানের জন্য

 ইন্ডিয়ান পলিটি (এই লক্ষ্মীকান্ত),

 মানুষ (আরিহান্ট পাবলিকেশন)

অর্থনীতির

ইন্ডিয়ান ইকোনমি কম্পোন্ডিয়াম (দিশা পাবলিকেশন)

 ইন্ডিয়ান ইকোনোমি (রমেশ সিং)

বিজ্ঞানের

লুসেন্ট জেনারেল সায়েন্স,

এনসাইক্লোপিডিয়া জেনারেল সায়েন্স (আরিহান্ট পাবলিকেশন)

 কুইকার ম্যাথস (এটা),

 কোয়ান্টিটেটি মাটিড (এআর)

বিভর্নিংয়ের আগরওয়াল),

 লজিকাল অ্যানালিটিকাল রিজনিং (গুপ্ত)

এছাড়া GSCE এর রিসার্চ বেসড উডি মেটিরিয়াল অ্যাচিভার্স ম্যাগজিন হাতের কাছে রাখতে হবে এইসব বই ভালো করে পড়তে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটের ওপর নজর রাখতে হবে

Future Plan : 2023WBCS পরীক্ষায় বসার সুযোগ হল না, বা যেস WBCS 2004- বসবে তাদের এখন থেকেই চ্যালেঞ্জিংভাবে এগিয়ে যেতে হবে WBCS এর নতু সিলেবাস মেনে অনেকটা UPSC প্রিলিমস, ডেলাস, ইন্টারভিউ  Main Paper-A (Bengali/Nepal), Paper-B (English) ৮টি বিষয় বিষয়গুলি নাচারের নতুন অনেক বিষয় এর মধ্যে সম্ভাব্য) বিষয়ভিত্তিক নিয়ে এগোতে হবে  Motivation : 2023 Preliminary Qualify করতেই হবে এই লক্ষ্য নিয়ে এগোতে হবে লক্ষ্য স্থির করে, সঠিক প্লান করে GSCE-এর পাইডলাইন মেনে Hardwork Smartwork করে, কনফিডেন্সের সঙ্গে OCR patience Act wetce Time management wat Preliminary res কোয়ালিফাই করা সম্ভব Maintenক্ষ ঠিক করে এগিয়ে যেতে হবে


Read More

উপার্জনের দিশা দেখাবে মিলেট :

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20melet.html

কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত SIASTM- কৃষিবিজ্ঞান কোর্স করার পর প্রচুর চাকরির সুযোগ আছে

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20%20%20%20%20%20.html

WBCS- সাফল্য পেতে শেষ মুহূর্তের প্রস্তুতি কীভাবে নেবেন

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/WBCS-%20%20.html

উলের সামগ্রী তৈরির প্রশিক্ষণ

https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20%20%20.html

অল্প পুঁজিতে মাশরুম চাষ

https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20.html

ইলেক্ট্রো প্লেটিংয়ের ব্যবসা

https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20%20.html

অতিসাধারণ গৃহবধূ থেকে রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর পদে কীভাবে সফল হলাম

https://chatak92.blogspot.com/2024/02/blog-post.html

 

সৌর বিদ্যুৎকুকারবায়োগ্যাস  বাতাস কলে বিদ্যুৎ তৈরি

https://chatak92.blogspot.com/2024/02/blog-post_22.html

স্বনির্ভরতার সন্ধান

গুঁড়ো মশলার ব্যবসা লাভের পথ দেখাচ্ছে

https://chatak92.blogspot.com/2024/02/blog-post_18.html

সবজি চাষ করে ব্যবসার সুযোগ

https://chatak92.blogspot.com/2024/02/blog-post_46.html

স্বনির্ভরতার সন্ধান

উপার্জনের দিশা দেখাচ্ছে মেশিনে তৈরি মাটির ভাঁড়প্রদীপ

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/blog-post_22.html

পদ্ম পুরস্কার – 2024

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/2024_22.html

সয়াবিন বড়ির ব্যবসা

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/blog-post_30.html

 

পশ্চিমবঙ্গ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিমে ব্যবসার জন্য ঋণ দেওয়া শুরু হচ্ছে কারা কীভাবে দরখাস্ত করলে ঋণ পাবেন

https://trendingstudentvoice.blogspot.com/2024/02/blog-post_89.html

Post a Comment

0 Comments