নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি
ফাইনাল পরীক্ষার সাজেশন -2024
এম বি কোচিং এর উদ্যোগ ফ্রি গাইড
বিষয় :- GE-PS-31
অহিংসা সম্পর্কে গান্ধীর ধারণা উল্লেখ করো ?
সত্যাগ্রহের অর্থ লেখো ? সত্যাগ্রহ তত্ত্বের এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো ?
ভারত ত্যাগ আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও । এই আন্দোলনকে কেন বিয়াল্লিশ আন্দোলন বা আগস্ট বিপ্লব বলা হয় ? ভারত ত্যাগ প্রস্তাবের মূল লক্ষ্যসমূহ আলোচনা কর। কোন্ তারিখে এই প্রস্তাব ভারতের স্বাধীনতা আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা/কৌশল সম্পর্কে আলোচনা কর ?
অথবা, ভারতের জাতীয় আন্দোলনে মহাত্মা গান্ধীর অবদান আলোচনা কর ?
অসহযোগ আন্দোলনকে কেন একপ্রকার প্রতিবাদ বলে গণ্য করা হয় ?
অথবা, অসহযোগ আন্দোলন একপ্রকার প্রতিবাদ।দ বিস্তৃত আলোচনা কর। অমীমাংসিত হয়েছিল ?
গোলটেবিল বৈঠকের আলোচনাসমূহ কেন
অসহযোগ আন্দোলনের লক্ষ্য, পন্থা, কি ছিল ? / অসহযোগ [ন্দোলনের বৈশিষ্ট্য উল্লেখ করো ?
আইন অমান্য আন্দোলনের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো ।
গান্ধীজীর ধারণায় হিন্দ স্বরাজ ও সম্প্রীতি তত্ত্বাবধান উল্লেখ করো ?/ স্বরাজ বলতে কি বোঝ ?
সর্বোদয় প্রসঙ্গে গান্ধীজীর ধারণা আলোচনা রো ? সর্বোদয় জীবনদর্শনের কয়েকটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো ?
টীকা লেখো : গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন ? গান্ধিজি সত্যাগ্রহের প্রকৃতি আলোচনা করো ? গান্ধিজি সত্যাগ্রহের বিভিন্ন রূপ গুলো লেখো ?
সর্বোদয়ের আদর্শ গুলো
বারদৌলি সত্যাগ্রহ কি বোঝ ?
মহাত্মা গান্ধীর তছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন প্রসঙ্গে আলোচনা করো ?
গান্ধীজি প্রবর্তিত ‘ অছি তত্ত্বের ‘ আলোচনা কর ?
গান্ধিজীর খেদা আন্দোলন সম্পর্কে লেখ ?
টীকা লেখো : চম্পারণ সত্যাগ্রহ ?
স্বদেশী আন্দোলনের বিবরণ দাও ?
স্বদেশী আন্দোলনের গুরুত্ব আলোচনা করো ?
. স্বদেশী আন্দোলনের ব্যর্থতার কারণ কি ?
স্বদেশী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো ?
কোন সময়কে গান্ধী যুগ বলা হয় ? অসহযোগ আন্দোলনের মুল লক্ষ্য কী ছিল ?
মহাত্মা গান্ধীর সংগ্রামী জীবনে নারীর ভূমিকা ও নারীর অনুপ্রেরণা কেমন ছিলো ?
0 Comments