GE - PS -41,নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি

 নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি 

ফাইনাল পরীক্ষার সাজেশন -2024

এম বি কোচিং এর উদ্যোগ ফ্রি গাইড 

বিষয় :- GE - PS -41





  • ভারতের সংবিধান রচনায় খসড়া কমিটির গঠন ও ভূমিকা আলোচনা করো ? 

  • ভারতের সংবিধান খসড়ায় আম্বেদকরের অবদান আলোচনা করো ? 

  • আম্বেদকরের রাজনৈতিক চিন্তাধারা প্রসঙ্গে আলোচনা করো ?

  • সামাজিক সংস্কার আন্দোলনে আম্বেদকরের ভূমিকা সম্পর্কে আলোচনা কর? 

  • অথবা শূদ্রদের সামাজিকভাবে বিচ্ছিন্ন-করনের প্রেক্ষাপট আলোচনা কর ?

  • সংসদীয় গণতন্ত্রের সমর্থক হিসাবে আম্বেদকরের ভূমিকা? 

  • সংসদীয় গণতন্ত্রের সাফল্যের গ্রহণ করেছিল?

  • গণতন্ত্র সম্পর্কে আম্বেদকরের চিন্তাধারা পর্যালোচনা করো ? 

  • আম্বেদকরের অর্থনৈতিক চিন্তাধারা কেমন ছিল ?

  • নারীর অধিকার প্রসঙ্গে আম্বেদকরের অবদান কেমন ছিল ? 

  • ভারতের রিজার্ভ ব্যাঙ্ক গঠনের রূপরেখা ও নীতি প্রণয়নে আম্বেদকরের হিন্দু জাতিভের প্রথার প্রাধান্যর বিরুদ্ধে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি দলিত অধিকার প্রশ্নে গান্ধি-আম্বেদকর বিতর্ক নিয়ে লেখ ? 

  • দলিত মানুষদের প্রতিনিধি হিসাবে আম্বেদকরের ভূমিকা আলোচনা কর ?

  • চতুবর্ণ ব্যবস্থার বিরোধিতা প্রসঙ্গে চিন্তা চেতনার প্রেক্ষাপট আলোচনা কর ? 

  • অথবা চতুবর্ণ ব্যবস্থাকে আম্বেদকর কিভাবে সমাে চনা করেছিল ? 

  • দলিত আন্দোলনে ড. ভীমরাও আম্বেদকরের ভূমিকা লেখো ?

  • ঔপনিবেশিক শাসনকালে দক্ষিণ ভারতে প্রবেশ সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের পরিচয় দাও।

  • আম্বেদকরের ধর্ম সম্পর্কে কেমন ছিল ?

  • আম্বেদকরের রাজনৈতিক মতবাদের কয়েকটি বৈশিষ্ট্য লেখ।

  • আম্বেদকরের সামাজিক ন্যায়বিচারের ধারণা - কিছু প্রতিফলন আলোচনা করো ?

  • কেন হিন্দু ধর্ম ছেড়েছিলেন আম্বেদকর ? / বৌদ্ধ ধর্ম গ্রহণের কারণ কি ?

  • সামাজিক সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য আম্বেদকর সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের ধারনা দেন –সেগুলো আম্বেদকর ও গান্ধী এর যেকোনো একটি মত পার্থক্য লেখো ?

Post a Comment

0 Comments