নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি
ফাইনাল পরীক্ষার সাজেশন -2024
এম বি কোচিং এর উদ্যোগ ফ্রি গাইড
বিষয় :- GE-CH-41
অ্যাসিড বেস টাইট্রেশনের নীতিটি লিখ।
শক্তিশালী অ্যাসিড এবং শক্তিশালী বেস জড়িত একটি টাইট্রেশনের জন্য কোন সূচক ব্যবহার করা যেতে পারে ?
রেডক্স টাইট্রেশন কি ?
পানির অস্থায়ী ও স্থায়ী কঠোরতা কি?
HPLC কি?
পলিমার কি?
সংক্ষিপ্ত নোট লিখুনঙ্গ সংযোজন পলিমার, ঘনীভবন পলিমার, কপোলিমার। পিভিসি কি?
পলিউরেথেনের মনোমার কী? পলিউরেথেনের সংশ্লেষণ ও ব্যবহার লিখ। GCV এবং LCV কি?
সংক্ষিপ্ত নোট লিখুনঙ্গ Antiknock যৌগ, অক্টেন নম্বর এবং cetane নম্বর রং এর মৌলিক উপাদান কি কি?
কঙ্গো লাল কিভাবে প্রস্তুত করা হয় ? কঙ্গো রেডের একটি আবেদন লেখ। প্যারাসিটামলের গঠন এবং এর ব্যবহার লিখ।
আমাদের শরীরে ভিটামিন B6 ও B 12 এর কাজ লেখ?
সাবান কি এবং স্যাপোনিফিকেশন বিক্রিয়া লিখ ?
চর্বি ও তেলের মধ্যে পার্থক্য লিখ?
হেয়ার স্প্রে এর কাজ কি?
শ্যাম্পুর প্রধান উপাদান লেখ?
DDT এর সংশ্লেষণের ব্যবহার ও বিষাক্ত প্রভাব লিখ ?
MSG কি? MSG এর পার্শ্বপ্রতিক্রিয়া লে
সিমেন্ট সেটিং কি ?
শুকনো পদ্ধতিতে সিমেন্ট তৈরির সুবিধা কী ?
ইলেক্ট্রোপ্লেটিং কিভাবে কাজ করে?
গ্যালভানাইজেশন কি?
বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর কী কী?
অ্যাসিড বৃষ্টি কেন হয় ?
গ্রীন হাউস প্রভাব কি?
ধোঁয়াশা সৃষ্টির কারণ কী?
দূষণকারী কি? বিভিন্ন ধরনের পানি দূষক দিন যা পানিকে দূষিত করে।
দূষিত পানি পানের ফলে যেসব রোগ হয় তার নাম লেখ?
কিভাবে পানি দূষণ রোধ করা যায়?
BOD এবং COD কি?
বিপরীত অসমোসিস প্রক্রিয়া কি?
0 Comments