GE-BT-41:নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি

নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি 

ফাইনাল পরীক্ষার সাজেশন -2024

এম বি কোচিং এর উদ্যোগ ফ্রি গাইড 

বিষয় :- GE-BT-41


  • গমের ব্যবহার লেখো।

  • গম চাষের পদ্ধতি লেেেখা।

  • গম চাষের উপযুক্ত মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো । 

  • ছোলার বিজ্ঞানসম্মত নাম লেখো।

  • Glycine hispida এর ব্যবহার লেখো।

  • কালো মরিচের অরন্ধন ব্যবহার লেখো।

  • পানীয় (Beverage) বলতে কি বোঝো?

  • বাদামের বিজ্ঞানসম্মত নাম লেখো। এবং গোত্র লেখো।

  • টিক্কা রোগের জন্য দায়ী অঙ্গানুর নাম লেখো। এটি কিভাবে দমন করা যায় ? 

  • জৈব প্রযুক্তি কাকে বলে ?

  • পরিবেশ সংরক্ষণে জৈব প্রযুক্তি বিদ্যার ভূমিকা লেখো।

  • কৃষিক্ষেত্রে জৈব প্রযুক্তির প্রয়োগ লেখো।

  • বায়োরেমিডিয়েশন কাকে বলে ?

  • Bt তুলা কি ?

  • কলা পালন কী?

  • টোটিপোটেন্সি কী?

  • কৃত্রিম বীজ কাকে বলে ?

  • অনুবিস্তরনের বিভিন্ন ধাপগুলি লেখো ।

  • Sanger sequencing এর প্রধান কার্যকরী উৎসেচক কী ? 

  • প্রাইমার কি?

  • Sanger sequencing এ কত ধরনের ডি অক্সিনিউক্লিওসাইড ট্রাইফসফেট ব্যবহার করা হয়? 

  • একটি আদর্শ পত্ররন্ধ্র এঁকে দেখান।

  • এক্টোফ্লোয়িক ও অ্যাম্ফিফ্লোয়িক সাইফোনোস্টেলির পার্থক্য কি?

  • সার কাঠ ও অসার কাঠ সম্বন্ধে সংক্ষেপে বর্ণনা করুন।

  • জলজ উদ্ভিদের শিরাত্বক কলা ও জাঙ্গল উদ্ভিদের পত্ররন্ধ্রের টীকা লিখুন।

  • ভ্যাভিলভের মতানুসারে সেন্টার অফ অরিজিন কয় প্রকার ও কী কী?

  • পর্যায়ক্রমিক চাষ কী? এর দুটি উপযোগিতা উল্লেখ করুন।

  • কালমেঘ-এর চারটি প্রধান ব্যবহার লিপিবদ্ধ করুন।

  • ‘লেন্টিসেল’-এর সংজ্ঞা দিন। এটির প্রস্থচ্ছেদ-এর চিহ্নিত চিত্র আঁকুন ও কাজ উল্লেখ করুন।

  • ভেসচারড পিট (vestured pit).

  • বর্ষবলয় (annual ring)।

Post a Comment

0 Comments