AEBG-11;SUGGESTION FOR :- 2024;nsou

AEBG-11

SUGGESTION FOR :- 2024


SECTION-A

প্রশ্ন: “দেখ ভাই পতঙ্গের দল, ঘুরিয়া ফল নাই। পার, আগুনে পুড়িয়া মর। না নার চল, বোঁ করিয়া চলিয় যাই।"-উদ্ধৃতাংশটির উৎস উল্লেখ করো।

প্রশ্ন: চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয় সম্পর্কে অতি সংক্ষেপে লেখ।

প্রশ্নঃ বাংলা সাহিত্যের বন্ধ্যাত্ব পর্ব বা বন্ধ্যাত্ব যুগ বলতে কী বোঝ?

প্রশ্ন: ভারততীর্থ কবিতা কোন কাব্যের কত সংখ্যক কবিতা?

প্রশ্ন: নীড় ও দ্বার শব্দ দুটির প্রতিশব্দ লিখ।

প্রশ্নঃ 'দিবে আর নিবে, মিলাবে মিলিবে,.... বলতে কাদে সাথে মিলনের কথা বলেছে?

প্রশ্ন: কুয়াশার বুকে ভেসে কোন গাছের ছায়ায় আসবেন এবং কোন মাসে?

প্রশ্ন: ধানসিঁড়ি নদী সম্পর্কে লেখ।

প্রশ্ন: 'আবার আসিব ফিরে'- কবিতাটিতে কয়টি পংক্তি, এই কবিতা কোন শ্রেণির?

প্রশ্ন: রাঙা ও ধবল শব্দের অর্থ লেখ।

প্রশ্ন: 'সেকাল ভালো ছিল'- কে বলল? ভাল ছিল কেন?

প্রশ্নঃ 'মনে হইল, একটা বহৎ পতঙ্গ ঠেসার দিয়া, তামাকু টানিতেছে-কারকি মনে হল।

প্রশ্ন: 'জগতে অতুল্য কাব্যগ্রন্থর সৃষ্টি হইল'-কিভাবে তা সৃষ্টি হল ? 

প্রশ্ন: কমলাকান্তের দপ্তর কোন রচনার আদর্শে রচিত?

প্রশ্ন: অতল স্পর্শে কালসমুদ্রের উপর কেবল এক-একখানি বই দিয়া সাঁকো বাঁধিয়া দিবে-কোন প্রসঙ্গে একথা বলা হয়েছে?

প্রশ্নঃ লাইব্রেরীর মধ্যে যে মানবহৃদয়ের বন্যা বাঁধা আছে তা কিসের সঙ্গে তুলনীয়?

প্রশ্ন: বাঙালি কন্ঠের সঙ্গে বিশ্বসংগীত কিভাবে মিলে যেতে পারে?

প্রশ্নঃ 'অতল স্পর্শে' । শব্দটির অর্থ কি? কোথায় অতল স্পর্শ পাওয়া যায়?

প্রশ্ন: কোন পথ অনন্ত সমুদ্রে গিয়াছে-কি প্রসঙ্গে এমন কথা বলা হয়েছে?

প্রশ্ন: 'এ শক্তিরও মৃত্যুবীজ উপ্ত হইতেছে-কোন শক্তির মৃত্যুবীজ উপ্ত হচ্ছে? কেন?

প্রশ্ন: 'স্বজাতির কল্যাণে নিজেদের কল্যাণ'-কে কোথায় কেন বলেছেন?

প্রশ্ন: রামকৃষ্ণদেব কি বলেছেন?

প্রশ্ন: ভারতের নারী জাতির আদর্শ কী?

প্রশ্ন: পাশ্চাত্যদেশে দুর্বলজাতি ইংল্যান্ডে জন্মালে তারা কি বলে নিজেদের পরিচয় দেয়?

প্রশ্ন: যৌবনের কী কী ধর্ম সুভাষচন্দ্র লক্ষ্য করেছেন?

প্রশ্ন: 'ধরো যদি অ্য গ্রহ-ট্র থেকে কিছু পৃথিবীতে এল...' কে বলেছিলোবন ?

প্রশ্নঃ অ্যাং বন্ধুর হাতে কি দিয়েছিল?

প্রশ্নঃ বন্ধুবাবু শেষদিনের আড্ডায় কিভাবে প্রবেশ করলেন?

প্রশ্ন: তিনি সারা পৃথিবীতে আর কারও সঙ্গে নয়, কেবল তাঁর সঙ্গে-কে ভাবছিল কেন?

SECTION-A: MCQ

প্রশ্ন: বৈচিত্র্যের মধ্যে ভারতর্ষের মূল সুর হল-ঐক্য/অনেক্য/প্রেম/বন্ধন ।

প্রশ্ন: ভারততীর্থ কবিতাটি-কোন ছন্দে লেখা? দলবৃত্ত/অক্ষরবৃত্ত/মাত্রবৃত্ত/গদ্যছন্দ।

প্রশ্ন: কবিতার শেষে আশাবাদী কবি মনে করেছেন-ভারতবর্ষের মতো দেশে একদিন আসবে যেদিন কোনো ভেদাভেদ থাকবে না। সকলের সৌভ্রাতৃত্ববোধের বন্ধন দৃঢ় হবে।

প্রশ্ন: 'আজি ভারতের মহামানবের সাগরতীরে'-বাক্যটি কবিতায় ব্যবহৃত হয়েছে-৪/৫/৬/৭ বার (সাতটি)।

প্রশ্ন: কবিতায় স্তবক সংখ্যা-৪/৫/৬/৭টি (সাতটি)।

প্রশ্ন: কবিতার পরিশেষে কবি আহ্বান জানিয়েছেন-আর্য, অনার্য, হিন্দু, মুসলমান, ইংরেজ, খ্রিস্টান, ব্রাহ্মণ, অব্রাহ্মণ (পতিত) তথা সকলকেই প্রশ্ন: 'আবার আসিব ফিরে' কবিতাটির কবি হলেন-জীবনানন্দ দাশ/রবীন্দ্রনাথ ঠাকুর/সত্যেন্দ্রনাথ দত্ত/শঙ্খ ঘোষ।

প্রশ্ন: সনেটের প্রথম আচটি চরণকে কী বলে?-অষ্টক/যটক/সপ্তক/পঞ্চম

প্রশ্ন: আবার আসিব ফিরে কবিতায়- বাংলার সুপরিচিত কোন কোন পাখিদের কথা আছে-বক, কাক, শঙ্খচিল, শালিক, হাঁস, লক্ষ্মীপেঁচা/চিল, চড়ুই, পায়রা, মুনিয়া, ঘুঘু/টিয়া, কাকাতুয়া, ময়না, তিতির, বালি হাঁস।

প্রশ্ন: সুদর্শন কী-এক ধরনের গোবর পোকা বা গুবড়ে পোকা/মাকড়সা/ফড়িং/প্রজাপতি।

প্রশ্ন: রূপসা নদীটির অবস্থান কোথায়? বাংলাদেশের খুলনা জেলায়/বাংলাদেশের বরিশাল জেলায়/পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায়/পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায়।

শব্দার্থঃ

ডিঙা – ছোট নৌকা,

ধবল- সাদা,

প্রশ্ন: সারাদিন কেটে যাবে-পালং/কলমী/লালচে/শুশুনি-র গন্ধ ভরা জলে।

পতঙ্গ প্ৰবন্ধ:

ডাঙা-শুকনো জায়গা,

প্রশ্ন: বঙ্কিমচন্দ্রের 'পতঙ্গ' প্রবন্ধটির। উৎস কী??- কমলাকান্তের দপ্তর/লোকরহস্য/নসীরামবাবুর দপ্তর।

প্রশ্ন: কমলাকান্তের নেশা ছিল-চা/মদ/আফিম/বইপড়া।

প্রশ্ন: পতঙ্গ জাতির চিরকালের হক বা অধিকার কী?- আগুনে পুড়ে মরা/জলে ডুবে মরা/বিষ খেয়ে মরা।

নীড়-বাসা ।

প্রশ্ন: লাইব্রেরীকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে-সমুদ্রে তীরে আছড়ে পড়া ঢেউয়ের/বেগবতী নদীর /নীরব মহাসমুদ্রের সঙ্গে। প্রশ্ন: যতদিন বাঁচি, ততদিন শিখি কার বক্তব্য?-বিবেকানন্দ/রামকৃষ্ণ/অরবিন্দ/সুভাষচন্দ্র

প্রশ্ন: সৃষ্টির মধ্যেই কী আছে?-নিষ্ঠা/সংযম/উন্নতি/আনন্দ।

SECTION – B 

বোধ পরীক্ষণ: (মান-১০+৫-১৫)

পরিবেশ দূষণ (অনুচ্ছেদ রচনা) (পরিবেশ বিষয়ক কিছু এলে এটাই লিখবেন)

নারীশিক্ষা (অনুচ্ছেদ রচনা)

SECTION-C 

অনুচ্ছেদ রচনাঃ (মান-১০)

  • (নারী বিষয়ক কিছু এলে এটাই লিখবেন

  • মানব জীবনে সাহিত্যের প্রভাব

  • (সাহিত্য বিষয়ক কিছু এলে এটাই লিখবেন)

  • আমাদের জীবনে শিক্ষার গুরুত্ব

  • (শিক্ষা বিষয়ক কিছু এলে এটাই লিখবেন)

  • আধুনিক জীবনে বিজ্ঞান প্রযুক্তি

  • (বিজ্ঞান বিষয়ক কিছু এলে এটাই লিখবেন)


SECTION-D

ব্যাকরণ

প্রশ্ন: ধ্বনি, বর্ণ ও অক্ষরের সংজ্ঞা লেখ।

প্রশ্নঃ লিপির পর্যায়গুলি আলোচনা করো।

প্রশ্ন: ভারতের লিপি কোনটি, কোনটি থেকে বাংলা লিপির উদ্ভব?

প্রশ্ন: সরল বাক্য কাকে বলে? উদাহরণ দাও।

প্রশ্ন: সন্ধি কয়প্রকার কি কি?

প্রশ্ন: নত্ববিধান কী?

প্রশ্ন: শ্রেণিগতভাবে বাক্য কয়প্রকার ও কী কী?

প্রশ্ন: হুতোম প্যাঁচার নক্সা কার লেখা? প্রকাশকাল।

SECTION - A - মান – ১৫ পাঠ্যবই থেকে টেক্সট থেকে প্রশ্ন

SECTION - B – মান- ১৫ বোধ পরীক্ষণ বিঃ দ্রঃ বিভাগ-খ এর বোধ পরীক্ষণ অংশে পাঁচটি প্রশ্ন থাকবে। সেটা ঐ বিষয়ভিত্তিক হবে এবং

ভালো করে তিনবার পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এই বিষয়ে নির্দিষ্ট কোনো নির্দেশিকা দেওয়া হল না।

SECTION - C – মান - ১০ প্রবন্ধ রচনা (এটি মূলত বিজ্ঞানভিত্তিক ও অভিজ্ঞতা-পুষ্ট বিষয়গুলি পড়া অবশ্যকর্তব্য।) 

SECTION – D মান ১০ টেক্সট থেকে ব্যাকরণ।




Post a Comment

0 Comments