নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি
ফাইনাল পরীক্ষার সাজেশন -2024
এম বি কোচিং এর উদ্যোগ ফ্রি গাইড
বিষয় :- SE-ZO-11
পৃথিবীতে ১০টি দেশের নাম লেখ যেখানে তুঁত চাষ হয়ে থাকে ?
সিল্ক রোড /সিল্ক রুট কি ?
রেশম চাষের অনুকূল আবহাওয়া সমন্ধে লেখ ?
ভানিয়া সিল্ক বা নন মালবেরি সিল্কের সংজ্ঞা দাও ।
কোন জায়গা মুগা সিল্ক উৎপাদনে একচেটিয়া অধিপত্য রয়েছে ?
তসর এড়ি এবং মুগা সিল্কের মথের বিজ্ঞানসম্মত নাম লেখ ?
নন মালবেরি সিল্ক মথের ভৌগোলিক বিস্তার লেখ ?
নন মালবেরি সিল্কমথের বৈশিষ্ট্যগুলি লেখ ?
যৌন বিস্তারণ বা Sexual propagation কি ?
উয়েড বা আগাছা কি?
ফিল্ড ক্যাপাসিটি কি?
ভার্মিকম্পস্ট বা কেঁচো সার কি?
বিভিন্ন সিল্ক মথের হোস্ট উদ্ভিদগুলির নাম লেখ ?
মুগা সিল্ক থেকে কি কি তৈরী করা হয় ?
নন মালবেরি সিল্কমথের খাদ্য গাছের নাম লেখ ?
সিল্ক পাবার জন্য সিল্ক মথ পালনকে বলে নির্বাচনী প্রজনন একটি প্রক্রিয়া যেটি
ভেড়ার শিয়ারিং শেষে যে পদ্ধতি ঘটে তা হল
ইস্টার কি ? মোল্টিং কি?
মালবেরী সিল্ককে গৃহপালিত ভ্যারাইটি বলা হয় কেন ?
কোন গ্রন্থি পরিবর্তিত হয়ে সিল্ক গ্রন্থি তৈরী হয় ?
তসর, এরি, মুগা সিল্ক ওয়ার্মের বৈশিষ্ট্য লেখ :
মুগা সিল্ক মথের জীবনচক্র লেখ ।
পাতা তোলার সবথেকে ভালো সময় কোনটি ?
ব্রাশিং কি?
মাউন্টিং কি?
হ্যাচিং কি?
বিভিন্ন প্রকার মাউন্টেজ সম্বন্ধে লেখ?
মেরিকালচার কি?
পালন কক্ষের বৈশিষ্ট্য লেখ ?
গ্রীষ্মকালে অঞ্চলে পালন ঘর কেমন ধরণের হয় ?
পালন কক্ষে উজি মাছি প্রতিরোধকরার জন্য কি ব্যবস্থা করা হয় ?
জীবাণুমুক্তকরণের জন্য কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় ?
জীবাণুমুক্তকরণ কী ?
ফিলিপির গ্রন্থি ও তার কার্য কি?
ডায়াপজ বলতে কি বোঝ?
মটকা কাকে বলে ?
রেশমের রাসায়নিক সংকেত লেখ?
গ্রাসেরী রোগের রোগ লক্ষণগুলি লেখ?
মালবেরি সিল্কের ৪টি মাইনর পেস্টের নাম লেখ ?
পেব্রিন রোগের লক্ষণ ও প্রতিকার লেখ ?
পেস্ট এবং পরজীবীর সংজ্ঞা দাও ।
ভারতবর্ষ বছরে কত পরিমাণ সিল্ক তৈরী করে ?
তসর সিল্কের উপর টিকা লেখ ?
রেশম মথ বোম্বিক্স মোরির জীবনচক্র বর্ণনা কর ?
0 Comments