GE-HI-41,নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি

 নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি 

ফাইনাল পরীক্ষার সাজেশন -2024

এম বি কোচিং এর উদ্যোগ ফ্রি গাইড 

বিষয় :- GE-HI-41







  • প্রাদেশিক কংগ্রেসী মন্ত্রীসভার কার্যকলাপ বননা করো

  • অথবা

  • প্রাদেশিক কংগ্রেসী মন্ত্রীসভার বিভিন্ন সরকার গুলোর শাসনের মূল্যায়ন করো। 

  •  ভারতে কৃষক আন্দোলনে বামপন্থীদের ভূমিকা / অবদান কী ছিল ? 

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালের কৃষক বিদ্রোহ গুলির বননা করো। 

  • অথবা তেলেঙ্গানা কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো।

  • পশ্চিমবঙ্গের শরনার্থীদের আগমন এবং তাদের পুনর্বাসন আলোচনা সরকারের ভূমিকা কি ছিল ?

  • ঔপনিবেশিক আমলে ভারতে দলিত সম্প্রদায় সম্পর্কে

  • নেহরুর বিজ্ঞান নীতি আলোচনা করো

  • 42 তম এবং 44 তম সংবিধান সংশোধনী আলোচনা করো।

  • টীকা ভারত চীন সীমান্ত বিরোধ ।

  • সাম্প্রদায়িক রাজনীতি বলতে কি বোঝ? 

  • স্বাধীনোত্তর ভারতে সাম্প্রদায়িক রাজনীতির চরিত্র বিশ্লেষণ করো।

  • স্বাধীনোত্তর ভারতে হিন্দু মুসলমান সম্পর্ক বিশ্লেষণ করো।

  • টীকা – নির্বাচনী প্রক্রিয়া ও নির্বাচনী রাজনীতি ।

  • গোষ্ঠী উন্নয়ন প্রকল্প কি সফল হয়েছিল ?

  • নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো।

  • উদ্বাস্তু সমস্যাসমাধানে ক্ষত্রে পাঞ্জাব ও পশ্চিমবাংলার ক্ষেত্রে কী ধরনের পার্থক্য ছিল? 

  • অথবা উদ্‌বাস্তু সমস্যা পশ্চিমের থেকে পূর্বে কেন বেশি ছিল?

  • সংবিধান রচনার প্রেক্ষাপট আলোচনা করো।

  • সবুজ বিপ্লব সম্পর্কে সংক্ষেপে লেখো। 

  • ভারতীয় কৃষিতে এর প্রভাব আলোচনা করো ।

  • ১৯৩৫ খ্রিষ্টাব্দের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য গুলি লেখো।

  • টীকা লিখুন ঃ চিপকো আন্দোলন ।

  • তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা মূল্যায়ন করুন ।

  • বাংলা দেশের মুক্তি যুদ্ধে ভারতের ভূমিকার পরিচয় দিন।

  • জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা কীভাবে হয়েছিল?

  • আপনি কি মনে করেন দেশীয় রাষ্ট্রগুলির ভারতভুক্তি আবশ্যক ছিল? 

  • কীভাবে জুনাগড় এবং হায়দ্রাবাদকে ভারত রাষ্ট্রের অন্তর্ভুক্ত করা হয়েছিল?

  • কাশ্মীরের ভারতভুক্তি সম্পর্কে আলোচনা করো


Post a Comment

0 Comments