নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি ফাইনাল পরীক্ষার সাজেশন -2024এম বি কোচিং এর উদ্যোগ ফ্রি গাইড ডক্টর এ এম খাঁনবিষয় :- BENGALI GENERAL (GE-BG-41)

নেতাজী সুভাষ ওপেন ইউনিভার্সিটি 

ফাইনাল পরীক্ষার সাজেশন -2024

এম বি কোচিং এর উদ্যোগ ফ্রি গাইড 

ডক্টর এ এম খাঁন

বিষয় :-  BENGALI GENERAL (GE-BG-41)


শ্রীকান্ত’উপন্যাসে রাজলক্ষ্মী ও শ্রীকান্তের প্রেমের স্বরূপ আলোচনা কর?

    • ‘শ্রীকান্ত' উপন্যাসে মহাশ্মশান যাত্রার বর্ণনা পাওয়া যায় তা আলোচনা করো?

    • ‘ফুল ফুটুক না ফুটুক’ কবিতার বিষয়বস্তু আলোচনা করো? 

    • অথবা, ‘ওরা কাজ করে' কবিতায় বিষয়বস্তু আলোচনা করো?দেনাপাওনা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো?

  • ‘দেনাপাওনা’ গল্পের আড়ালে রবীন্দ্রনাথ যে সমাজভাবনার পরিচয় দিয়েছেন, তা গল্পটি বিশ্লেষণ করে দেখাও ?

  • নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূলভাব আলোচনা করো?

  • গদ্য রচয়িতা হিসাবে বিবেকানন্দের পরিচয় দিয়ে ‘বর্তমান ভারত’রচনাটির আলোচ্য প্রসঙ্গ লেখ?

  • গীতিকবিতা কাকে বলে? মধুসূদনের ‘বঙ্গভূমির প্রতি' কবিতা অবলম্বনে তা আলোচনা করো?

  • উনিশ শতকের বাঙালির ভারতভাবনার প্রেক্ষাপটে বিবেকানন্দের বর্তমান ভারত রচনাটির গুরুত্ব বিচার করো?

  • অন্নদাদিদি ও রাজলক্ষ্মী চরিত্র দুটি ‘শ্রীকান্ত’উপন্যাসে কতখানি স্থান জুড়ে আছে— তা বিচার করো?

  • রবীন্দ্রনাথের‘দেনাপাওনা' গল্পের নিরুপমার চরিত্র বর্ণনা কর?

  • ‘যেতে পারি কিন্তু কেন যাবো?’কবিতায় কি কবি মৃত্যু অভিমুখে যাত্রা করেছেন-কবিতাটি মূল্যায়ন করে ব্যাখ্যা করুন? ‘শ্রীকান্ত’উপন্যাসের হাস্যরস সৃষ্টিতে নতুন দা ও মেজদার ভূমিকা আলোচনা করো?

  • ‘প্রশ্ন : টীকা লেখো :বাঈ, শাহুজী।


২নং প্রশ্নের সাজেশন কমন আসে না উপরের প্রশ্নগুলো থেকেই২ নং নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে 

Post a Comment

0 Comments