অ্যাংলো নরম্যান যুগ : ইংরাজী সাহিত্যের ইতিহাস

 অ্যাংলো নরম্যান যুগ : ইংরাজী সাহিত্যের ইতিহাস



নবম শতকের মধ্যভাগ থেকেই স্ক্যানডিনেভীয়দের আক্রমণে ফাটল ধরতে শুরু করেছিলো অ্যাংলো-স্যাক্সন আধিপত্যে। এই সামরিক আগ্রাসনের বিরুদ্ধে একমাত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন রজা আলফ্রেড। কালক্রমে সে প্রতিরোধ দুর্বল হয়ে পড়ে এবং ১০১৪ খ্রিস্টাব্দে স্ক্যানডিনেভীয় রাজা ক্যানিউট ইংলন্ডের সিংহাসনে আসীন হন। অবশ্য স্ক্যানডিনেভীয় শাসন দীর্ঘস্থায়ী হতে পারে নি। ১০৬৬ খ্রিস্টাব্দের ঐতিহাসিক হেসটিংসের যুদ্ধে জয়লাভ করে নরম্যানডির ডিউক উইলিয়াম ইংলন্ডে কায়েম করেন ফরাসি ভাষা-সাহিত্য-সংস্কৃতির আধিপত্য, সূচিত হয় ইংরেজি সাহিত্যে মধ্যযুগীয় পর্বের, যার বিস্তৃতি এলিজাবেথীয় নবজাগরণের সময়সীমা পর্যন্ত।

নরম্যানদের যুদ্ধজয় নবজাগরণের মধ্যবর্তী পর্বে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য নাম জিওফ্রে চসার (Geoffrey Chaucer /খ্রি. ১৩৪০-১৪০০) চসার-পূর্ব মধ্যযুগীয় ইংরেজি সাহিত্যে কবিতাই ছিলো প্রধান জনপ্রিয় মাধ্যম। ঐতিহাসিক বৃত্তান্ত-আশ্রিত কবিতা, ধর্মীয় প্রচারমূলক কবিতা, রোমান্স ইত্যাদি বিভিন্ন শ্রেণীতে অন্তর্ভুক্ত করা যায় এই সময়কার রচনাগুলিকে। উরস্টারশায়ারের জনৈক পদার লায়ামন (Layamon)-এর সুদীর্ঘ রচনা 'ব্রুট’ (Brut) ব্রিটেনের প্রাচীন ইতিহাসের ইতিবৃত্ত। এই ইতিবৃত্তটি জিওফ্রে অব মনমাউথ (Geoffrey of Monmouth)-এর হিস্টোরিয়া রেগুম ব্রিটেনি (Historia Regum Britanniae)- ওয়েস (Wace)-কৃত ফরাসি সংস্করণ অবলম্বনে লিখিত। ধর্মীয় প্রচারমূলক রচনার শ্রেণীতে উল্লেখ করা যায় জনৈক অৱম্ (Orm) লিখিত অরমুলাম (Ormulum) ছাড়া রূপকধর্মী দ্য আউল অ্যান্ড দি নাইটিঙ্গেল (The Owl and the Nightingale) এবং পার্ল (Pearl) নীতিমূলক রচনা পিউরিটি (Purity) পেশেন্স (Patience) এই শ্রেণীভুক্ত। স্যার গাওয়েইন অ্যান্ড দি গ্রিন নাইট (Sir Garain and the Green Knight) এই যুগের রোমান্সগুলির মধ্যে ছিলো সর্বাধিক শিল্পসম্মত। প্লট নির্মাণে, চরিত্র-চিত্রণে অনুপ্রাস-নির্ভর কাব্যশৈলীর বিচারে এই অজ্ঞাতপরিচয় কবি ছিলেন প্রকৃতই প্রতিভাশালী। দ্বাদশ শতকে রচিত অ্যানক্রেন রিউল (Ancrene Riwle) চসার-পূর্ব যুগের প্রধান গদা রচনা। স্বেচ্ছাব্রতে ব্রতী তিন খ্রিস্টীয় সাধ্বীর জন্যে লিখিত পরে সাধারণের ব্যবহারের প্রয়োজনে পরিমার্জিত এই ধর্মীয় নির্দেশিকা উল্স্টানের গদ্যের ধারারই অনুসারী। একই ধারাবাহিকতায় ১৬১১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিলো বাইবেলের স্বীকৃত সংস্করণ (Authorised Version)

চসার :

চসার (১৩৪০-১৪০০)-এর সাহিত্যক্ষেত্রে আত্মপ্রকাশ ফরাসি এবং ইতালীয় রচনাসমূহের অনুবাদক রূপে, শিক্ষানবিশের ভূমিকায়। এই দুই অনুবাদ পর্বের উল্লেখযোগ্য রচনা দি বুক অব দি ডাচেস (The Book of the Duchese) দি রোমান্স অব দি রোজ (The Romanunt of the Rose) দি হাউস অব ফেম (The House of Fame), দি পার্লামেন্ট অব ফাউলস্ (The Parliament of Foules) দি লিজেন্ড অব গুড উইমেন (The Legende of Good Women) তবে চসারের শ্রেষ্ঠ কীর্তি দ্য ক্যান্টারবেরি টেলস্ (The Canterbury Tales) মধ্যযুগীয় ইংলন্ডের সামাজিক-অর্থনৈতিক-ধর্মীয় জীবনের এক অসামান্য দর্পণ এই গল্প-সংগ্রহ। বোকাচিও- গল্পমালার ছকে লেখা এই রচনা সামগ্রিক পরিকল্পনার নিরিখে অসম্পূর্ণ হলেও রসবোধ, জীবনস্পৃহা, বাস্তববোধ ইত্যাদির গুণে অবিস্মরণীয়।

চসারের সমকালীন অনুগামীরা

চসারের সমসাময়িকদের মধ্যে নাম করা যেতে পারে পিয়ার্স প্লাউম্যান (Piers Plowman) নামক স্বপ্ন-রূপক (Dream Allegory)-এর রচয়িতা উইলিয়াম ল্যাংল্যান্ড (William Langland) কনফেসিও অ্যামানটিস্ (Confessio Amantis)-এর কবি জন গাওয়ার (John Gower)-এর। গদ্যলেখকদের মধ্যে ছিলেন স্যার জন ম্যান্ডেভিল (Sir John Mandeville), জন উইক্লিফ (John Wycliffe) এবং বিখ্যাত গদ্য রোমান্স Morte Darthur - এর লেখক স্যার টমাস ম্যালোরি (Sir Thomas Malory) এছাড়া স্কটিশ কবি রবার্ট হেনরিসন, উইলিয়াম ডানবার, গেউইন ডগলাস প্রমুখ ছিলেন চসারের অনুগামী। অন্যান্য কবিদের মধ্যে নাম করা যায় জন লিডগেট, টমাস ওক্লিভ স্টিফেন হস-এর।


Read More :

1.     অ্যাংলো স্যাক্সন যুগ

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20%20%20%20%20%20%20%20%20%20%20-%20%20-%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20Angles%20%20Saxons%20%20Jutes%20.html

2.     অ্যাংলো নরম্যান যুগ : ইংরাজী সাহিত্যের ইতিহাস

https://netajisubhasopenuniversityguide.blogspot.com/2024/02/%20%20%20%20%20%20pdf%20%20%20%20pdf%20%20%20%20%20%20pdf%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20.html

3.মধ্যযুগে নাটকের ক্রমবিবর্তন(1) : ইংরাজী সাহিত্যের ইতিহাস

https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/blog-post.html

 

4. মধ্যযুগে নাটকের ক্রমবিবর্তন(2) : ইংরাজী সাহিত্যের ইতিহাস

https://spotcounsellingjobstar.blogspot.com/2024/02/%20%20Decadence-%20%20%20%20%20%20John%20Webster-%20%20%20%20%20The%20Duchess%20of%20Malfi%201614%20%20%20Thomas%20Middleton-%20%20%20The%20Changeling.%201624%20%20%20%20%20%20%20%20%20%20John%20Ford-%20%20%20.html

 


Post a Comment

0 Comments